India & World UpdatesBreaking News

অ্যাকাউন্টে তিনবারের বেশি টাকা জমা করলেই সার্ভিস চার্জ, নতুন নিয়ম স্টেট ব্যাঙ্কের

৭ সেপ্টেম্বর : আগামী ১ অক্টোবর থেকে সার্ভিস চার্জের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এর আওতায় ব্যাংকে টাকা জমা দেওয়া, টাকা তোলা, চেকের ব্যবহার এবং এটিএম লেনদেনের সঙ্গে জড়িত সার্ভিস চার্জ রয়েছে। সার্ভিস চার্জ সম্পর্কে এসবিআই নিজের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

Rananuj

ব্যাংকের জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে ১ অক্টোবর থেকে কোনও ব্যক্তি এক মাসে নিজের অ্যাকাউন্টে মাত্র তিনবারই বিনামূল্যে টাকা জমা দিতে পারবেন। তিনবারের অতিরিক্ত কেউ অ্যাকাউন্টে টাকা জমা দিতে গেলে প্রতিটি লেনদেনে ৫০ টাকা চার্জ দিতে হবে। ব্যাংক সার্ভিস চার্জের ক্ষেত্রেও ১২% জিএসটি কেটে নেবে। সে ক্ষেত্রে কোনও ব্যক্তি চতুর্থ, পঞ্চম বা তার বেশিবার টাকা জমা দেওয়ার ক্ষেত্রে প্রতিবার ৫৬ টাকা চার্জ দিতে হবে।

উল্লেখ্য, বর্তমানে কোনও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই। যেকোনও ব্যক্তি নিজের অ্যাকাউন্টে মাসে যতবার ইচ্ছে টাকা জমা দিতে পারেন। অন্যদিকে স্টেট ব্যাংক চেক রিটার্নের ক্ষেত্রেও কিছু কঠোর নিয়ম নিয়ে আসছে। ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবরের পর কোনও চেক যদি বাতিল করা হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৫০ টাকা সহ জিএসটি দিতে হবে। জিএসটি সহ চার্জ হবে ১৬৮ টাকা।

অন্যদিকে এসবিআই আরটিজির ওপর থাকা চার্জ রেহাই দিচ্ছে। ১ অক্টোবর থেকে ব্যাংকের কোনও শাখায় গিয়ে আরটিজিএস করা আরও সস্তা হবে। ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আরটিজিএস-এর ক্ষেত্রে কুড়ি টাকা চার্জ দিতে হবে। ৫ লক্ষ টাকার বেশি আরটিজিএস-এর ক্ষেত্রে ৪০ টাকা চার্জ দিতে হবে। এই দুটো ক্ষেত্রে যথাক্রমে জিএসটি সহ ২৫ টাকা ও ৫০ টাকা চার্জ দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker