India & World UpdatesHappeningsBreaking News
অহঙ্কারেই পতন হয়েছিল রাবণের, মোদিকে সতর্ক করলেন রাহুল
ওয়েটুবরাক, ৯ আগস্ট : মণিপুর নিয়ে নরেন্দ্র মোদীকে তীক্ষ্ণ আক্রমণ করলেন রাহুল গান্ধী। অগ্নিগর্ভ মণিপুরে মোদির না-যাওয়া ও হিংসাদীর্ণ রাজ্যটির বিপন্ন মানুষের কাছে তাঁর পৌঁছে যাওয়ার কথা উল্লেখ করে গেরুয়া শিবিরকে নিশানা করেন তিনি। রাহুল বলেন, ‘‘মণিপুরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অশান্ত মণিপুরে তিনি একবারের জন্যও যাননি। অথচ দেশের অন্যত্র গিয়েছেন৷ কেন মণিপুরে যাননি? কেন তাঁর মণিপুর যাওয়ার সময় হয়নি? কারণ, উনি মণিপুরকে ভারতের অংশ বলেই মনে করেন না!’’ সেইসঙ্গে মোদিকে তুলনা করেন রাবণের সঙ্গে। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ বলেন, ‘‘রাম রাবণকে মারেননি। মেরেছিল রাবণের নিজেরই অহঙ্কার। প্রধানমন্ত্রীও অহঙ্কারী।’’ পাশাপাশি রাহুলের কটাক্ষ ছিল, ‘‘রাবণ শুধু মেঘনাদ আর কুম্ভকর্ণের কথা শুনতেন। প্রধানমন্ত্রী শোনেন শুধু আদানি আর অমিত শাহের কথা।’’
রাহুলের বক্তৃতার পরে বিজেপির তরফে বলতে ওঠেন মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি অভিযোগ করেন, রাহুল মহিলা সাংসদদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন!
বক্তৃতা শেষ করে কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রাহুলের হাত থেকে কিছু নথিপত্র মেঝেয় পড়ে যায়। নিচু হয়ে তিনি যখন সেগুলি কুড়োচ্ছেন, তখন ট্রেজারি বেঞ্চের সদস্যদের একাংশ হাসতে শুরু করেন। উঠে দাঁড়িয়ে রাহুল সরকার পক্ষের দিকে তাকিয়ে ‘ফ্লাইং কিস’ ছোড়েন বলে নিজের ভাষণে অভিযোগ করেন স্মৃতি। লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানান কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে-সহ বিজেপির মহিলা সাংসদেরা।