NE UpdatesHappeningsAnalyticsBreaking News
অসমে HMPV ভাইরাস ! আক্রান্ত ১০ মাসের শিশু
ডিব্রুগড়, ১১ জানুয়ারি : কোভিড ভয়াবহতার পর পুনরায় প্রাদুর্ভাব ঘটেছে এইচএমপিভি ভাইরাসের। যদিও বিশেষজ্ঞরা দাবি করছেন, এই ভাইরাস কোভিডের মতো ভয়াবহ নয়, তাসত্ত্বেও দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ বার অসমেও দেখা গেল এই রোগের অস্তিত্ব। লখিমপুরের এক ১০ মাসের শিশুর দেহে ধরা পড়েছে এইচএমপিভি ভাইরাস।
জানা গেছে, ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজে এই শিশুর চিকিৎসা চলছে। কলেজের সুপারিনটেনডেন্ট ডাঃ ধ্রুবজ্যোতি ভূঁইয়া এইচএমপিভি ভাইরাস সম্পর্কে বলেন, ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজে এ বছরের প্রথম এইচএমপিভি ভাইরাস শিশুর দেহে ধরা পড়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে বলেছেন, গত ৮ তারিখ একটি শিশু জ্বর হয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিল। নিয়মিত পরীক্ষার পর শিশুর দেহে এইচএমপিভি ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তবে এই শিশুর দেহের লক্ষণ হ্রাস পেয়েছে এবং সে বর্তমান সুস্থ অবস্থায় রয়েছে।
ডাঃ ভূঁইয়া আরও বলেন, এইচএমপিভি ভাইরাস নতুন কোনও ভাইরাস নয়। ২০১৪ সাল থেকে এই মেডিক্যাল কলেজে রুটিন টেস্টিং হচ্ছে। সাধারণ জ্বরে আক্রান্ত রোগীরা এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন। ৫ বছর পর্যন্ত শিশুদের প্রায়ই এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা যায়। ফলে এটিকে একটি সাধারণ ভাইরাস হিসেবেই গণ্য করা হয়। এর জন্য বেশি কিছু চিন্তা করার কোনও মানে নেই।
তিনি অযথা আতঙ্কিত না হয়ে জনগণকে সাধারণ সাবধানতা অবলম্বন করার ওপর জোর দেন। হাসপাতালের আলাদা রুমে শিশুটিকে তার মা-বাবার সঙ্গে চিকিৎসা করা হচ্ছে। প্রসঙ্গত, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও তামিলনাড়ুর পর অসমে ধরা পড়েছে এইচএমপিভি আক্রান্ত রোগী।