NE UpdatesHappeningsBreaking News

অসমে বাড়ছে ডেঙ্গি, জাপানিজ এনকেফেলাইটিস

ওয়েটুবরাক, ২১ আগস্ট : অসমে ডেঙ্গি, জাপানিজ এনকেফেলাইটিসের মতো মশাবাহিত রোগ বাড়ছে। রাজ্য সরকারের তথ্য-পরিসংখ্যানে এই চিত্র স্পষ্ট হয়ে উঠেছে৷ জেলা প্রশাসন এবং মেডিক্যাল কলেজগুলিকে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়া সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই মরসুমে ৩৪৬৩ জনের ডেঙ্গি ধরা পড়েছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন ১২৬ জনের ডেঙ্গি শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১১৭ জনই কার্বি আংলং জেলার। এই পাহাড়ি জেলাতেই চারজনের মৃত্যু হয়। তিনি বলেন, গুয়াহাটিতেও তিনজন ডেঙ্গিতে আক্রান্ত হন। গোলাঘাট, হোজাই, ডিমা হাসাও, শিবসাগর জেলাতেও রোগীর সংখ্যা বেড়ে চলেছে। জাপানিজ এনকেফেলাইটিস এরই মধ্যে গত বছরের পরিসংখ্যানকে পেছনে ফেলে দিয়েছে। গতবার মোট ৩৭৭ জন আক্রান্ত হয়েছিলেন। এ বার এ পর্যন্ত সংখ্যাটা ৪২৬-এ দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ২৪ জন মারা গিয়েছেন।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, ডেঙ্গি বা জাপানিজ এনকেফেলাইটিস অসমে এখনও তেমন উদ্বেগের নয়। তবে জনসচেতনতা জরুরি। সরকারি তরফে সে জন্য নানা কার্যসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। কার্বি আংলং জেলা প্রশাসন অসতর্কদের বিরুদ্ধে জরিমানার হুঁশিয়ারি দিয়েছে। রবিবার সকালে গ্রেটার ডিফু ব্যবসায়ী সংস্থার উদ্যোগে শহরে সাফাই অভিযান চালানো হয়। বিধায়ক বিদ্যাসিং ইংলে নিজে তাতে হাত লাগান। এ দিকে, করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে নিলামবাজারে মশানিধন দিবস পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker