NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

অসমে প্রথম, বাংলায় যুব অকাদেমী পুরস্কার শিলচরের সুতপা চক্রবর্তীকে

ওয়েটুবরাক, ১৫ জুনঃ শনিবার বেলা প্রায় বারোটা, এক ফোনে পরিচয়টাই বদলে গেল ড. সুতপা চক্রবর্তীর। আসাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রাপক হয়ে উঠলেন সাহিত্য অকাদেমীর যুব পুরস্কার জয়ী।  কেমন যেন বদলে গেল পরিবেশটাও। ফোনের পর ফোন আসা শুরু। শুভেচ্ছা, অভিনন্দন, সেইসঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়া। মেয়ের কবিতা লেখা নিয়ে এতদিন একেবারে আগ্রহ দেখাননি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সুহাস কান্তি চক্রবর্তী ও দীপালি চক্রবর্তী। এ দিন তাঁরাও বুঝতে পারলেন, মেয়ে বড় কবি হয়ে উঠেছে। অসমে মৌলিক বাংলা সাহিত্যের জন্য সুতপাই প্রথম অকাদেমী জয়ী।

Rananuj

সুতপার কবিতা লেখার অভ্যাস বহু পুরনো। তবে ২০২০ সালে যেদিন থেকে কবিতা এসে তাঁকে ধরা দিতে থাকল, সে দিন থেকে বুঝতে পারলেন, আগেরগুলি কবিতাই হয়ে ওঠেনি। তাই তিনি নিজের কবিতা রচনার কথা বললে ২০২০ থেকে শুরু করারই পক্ষপাতী। ওই সব কবিতাই প্রকাশিত হয়েছে ২০২২ সালের কলকাতা বইমেলায়। আদম প্রকাশ করেছে তাঁর প্রথম কবিতার বই ‘দেরাজে হলুদ ফুল, গতজন্ম’। এই বইটির জন্যই এ দিন যুব অকাদেমী পেলেন সুতপা। বইটি তিনি কবি অমিতাভ দেবচৌধুরীকে উৎসর্গ করেছিলেন। তাই সুখবরটাও তাঁকেই প্রথম জানালেন।

‘দেরাজে হলুদ ফুল, গতজন্ম’ বইয়ের পর তাঁর আরও দুটি বই প্রকাশিত হয়। ২০২৩-র আগস্টে ভাষালিপি প্রকাশ করে ‘মায়াবিদ্যা সনেট শতক’ এবং এই বছর গুয়াহাটির বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ প্রকাশ করে তাঁর সিলেটি কবিতার বই ‘ভ্রমরযান’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker