NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

অসমে কলেজে ভর্তির জন্য ফরম পূরণ চলছে, শেষদিন ২ জুন

ওয়েটুবরাক, ২৮ মে: অসমের কলেজসমূহে স্নাতক স্তরে ভর্তির জন্য ফরম পূরণ করা হচ্ছে৷ গত সোমবারই তা শুরু হয়েছে৷ চলবে ২ জুন পর্যন্ত৷ সিইউইটিতে যারা বসতে পারেনি, বা বসলেও সিট পাওয়া নিয়ে সংশয় রয়েছে, তাদের কলেজে ভর্তির জন্য এটিই একমাত্র সুযোগ৷ সিইউইটিতে বসলেও এই ফরম পূরণে আপত্তি নেই৷

অসম সরকারের শিক্ষা দফতর জানিয়েছে, জমা দেওয়া ফরমে প্রয়োজনে আগামী ৩-৪ জুন সংশোধনের সুযোগ মিলবে৷ ৫ থেকে ৯ জুন পর্যন্ত চলবে স্ক্রিনিং৷ ১০ জুন প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে৷ পরবর্তী দুইদিন তারা ভর্তি হবে৷ ১৩ জুন বেরোবে দ্বিতীয় মেরিট লিস্ট৷ তাদের ভর্তি চলবে পরের দুইদিন৷ তৃতীয় মেরিস্ট লিস্ট বেরোবে ১৬ জুন৷ তাদের ভর্তি হতে হবে ১৮, ১৯ তারিখে৷

এর পরও কোথাও আসন ফাঁকা থাকলে ২০ থেকে ২২ জুন স্পট অ্যাডমিশন হবে৷ ২৪ থেকে ২৯ জুনের মধ্যে কলেজগুলি নতুন ছাত্রদের ইনডাকশন প্রোগ্রাম করবে বলে শিক্ষা দফতর জানিয়েছে৷

ততদিনে সিইউইটির তালিকা বেরিয়ে যাবে৷ জুলাই জুড়ে চলবে ওই তালিকা অনুসারে ভর্তি প্রক্রিয়া৷

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker