Barak UpdatesHappeningsBreaking News

অসমিয়া চিঠিতে কাছাড়ের চার বিদ্রোহী নেতাকে রাজদীপের শো-কজ

২১ সেপ্টেম্বর: কাছাড় জেলার চার বিদ্রোহী নেতাকে শো-কজ করলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়৷ গত সপ্তাহেই একদল বিজেপি কর্মকর্তা জেলা সভাপতি কৌশিক রাইয়ের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ আনেন৷ তাঁদের মধ্য থেকে তীর্থঙ্কর দেবরায়, অনাদি ভট্টাচার্য, বাপ্পা সেন ও সৌমিত্র নাথকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়৷ পৃথক চিঠিতে রাজদীপবাবু জানান, “দলবিরোধী কাজের অভিযোগে প্রদেশ সভাপতি রণজিৎকুমার দাস আপনাকে এখনই দল থেকে সাসপেন্ড করছেন৷ সাত দিনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করে জানান, কেন আপনার বিরুদ্ধে এই অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হবে না৷”

Rananuj

শিলচরের সাংসদ রাজদীপবাবু কাছাড় জেলার এই বাঙালি চার নেতাকে শো-কজ নোটিশ পাঠিয়েছেন অসমিয়া ভাষায়৷ নিজে স্বাক্ষরটিও করেছেন অসমিয়াতেই৷ চিঠিতে কাছাড় বানানটি যেমন ভুল, তেমনি ভুল করা হয়েছে তীর্থঙ্কর দেবরায় এবং অনাদি ভট্টাচার্য লিখতে গিয়েও৷

কিছুদিন আগেও তীর্থঙ্কর ওরফে পাপ্পু ছিলেন যুব মোর্চার জেলা কমিটির সহ-সভাপতি, অনাদিবাবু কিষান মোর্চায়, সৌমিত্র নাথ সোনাই ও বাপ্পা সেন লক্ষীপুরে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker