Barak UpdatesHappeningsBreaking News
অশ্রুকণা ধর প্রয়াত, শোকের আবহ শালগঙ্গায়
ওয়েটুবরাক, ২৬ মে : চলে গেলেন শালগঙ্গার অশ্রুকণা ধর। মঙ্গলবার রাত ন’টার সময় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। শালগঙ্গা মর্লি হাইস্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক প্রয়াত দেবেশরঞ্জন ধরের সহধর্মিনী অশ্রুকণা দেবী ছিলেন এ অঞ্চলের বহু সামাজিক , সাংস্কৃতিক বিবর্তনের সাক্ষী। সবার সঙ্গে ছিল তাঁর সুন্দর সম্পর্ক। অশ্রুকণা দেবীর পিতা সারদা ঘোষ অধিকারীও ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং উধারবন্দের ডি এন স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক।
তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার রাতেই তাঁর অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়।
তিনি মৃত্যুকালে রেখে গেছেন দুই পুত্র, এক কন্যা সহ অনেক আত্মীয়স্বজন সহ গুণমুগ্ধদের। তাঁর কনিষ্ঠ পুত্র হলেন সাংবাদিক শিবাজি ধর। কন্যা তুলি ধর সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত। অশ্রুকণার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, অজিত সিংহ , সমাজকর্মী সুনীল নন্দী, উধারবন্দ সাংবাদিক মঞ্চের পক্ষেও শোক ব্যক্ত করা হয়েছে । গভীর শোক জানিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ রায়, সুধাংশু দাস, শ্যামাপদ রায় , হেমাঙ্গশেখর দাস, সুরেন্দ্রপ্রসাদ সিংহ প্রমুখ।