NE UpdatesAnalyticsBreaking News
অরুণাচলে বিজেপির নয়া প্রভারী সর্বানন্দ, অসমে গজেন্দ্র সিং
গুয়াহাটি, ৪ জানুয়ারি : বিজেপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দলীয় নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ওপর ভরসা রেখে এক গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। এর পাশাপাশি অসমের জন্যও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশের সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য নির্বাচনের বিষয়টি দেখভাল করার জন্য একাংশ কেন্দ্রীয় মন্ত্রী ও নেতার ওপর দায়িত্ব অর্পণ করে তাঁদের প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে অরুণাচল প্রদেশের প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে অসমের প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে।
বিজেপি প্রতিটি রাজ্যেই প্রভারী নিয়োগ করেছে। উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলোতে নিযুক্তি দেওয়া প্রভারীদের মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়নকে মেঘালয়ে, বিজেপি মহিলা মোর্চার সর্বাভারতীয় সভাপতি বান্তি শ্রীনিবাসনকে মিজোরামে, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি মুরলীধরণকে নাগাল্যান্ডে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে সিকিমে এবং কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল অরামকে ত্রিপুরার প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে।