Barak UpdatesHappeningsBreaking News
অরিনা চর্চা: তবে কি ডাক্তাররা করোনায় রোগী দেখবেন না? প্রশ্ন আইএমএ সভাপতির
৫ জুন: শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে কর্মরত চিকিৎসক অরিনা রাহা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁকে নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে যে চর্চা চলছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা সভাপতি ডা. কুশলকুমার কর৷ তিনি বলেন, ডা. রাহা নিজে করোনা ভাইরাসকে আমন্ত্রণ করে আনেননি৷ তিনি নিজে নিশ্চয়ই কোভিড ওয়ার্ডে পড়ে থাকতে চাননি! নিজের বৃদ্ধা মা, কিশোরী বোনঝিরা আক্রান্ত হোক, তাও চাননি!
ডা. করের প্রশ্ন, ডা. অরিনা রাহা কি জেনেবুঝে কোনও করোনা সংক্রমিতের চিকিৎসা করতে গিয়েছেন? তাহলে একজন চিকিৎসক আক্রান্ত হতেই তাঁকে নিয়ে এত সমালোচনা কেন? চিকিৎসকের কথা ছেড়ে দিয়েও একজন রোগীকে নিয়ে বিভিন্ন মাধ্যমে এত টানাটানি সমাজের কোন মানসিকতার জন্ম দেয়, জিজ্ঞাস্য ডা. করের৷ সঙ্গে যোগ করেন, চিকিৎসাসেবা দিতে গিয়ে যে মহিলা করোনায় আক্রান্ত হলেন, তার জন্য তো তাঁর বাহবা প্রাপ্র্য! তবে কি ডাক্তাররা করোনার সময়ে রোগী না দেখলেই ভাল? আইএমএ সভাপতির অনুরোধ, কেউ এমন পরিস্থিতির সৃষ্টি করবেন না যে, রোগীরা চেম্বারে চেম্বারে ঘুরেও ডাক্তার পাচ্ছেন না৷ তাতে যে সাধারণ জনতার অসহায়ত্ব বেড়ে যাবে, সে ব্যাপারে তিনি সতর্ক করে দেন৷