Barak UpdatesHappeningsBreaking News
অম্বিকাপট্টি চৌরঙ্গির ফ্ল্যাটে আগুন, অল্পে রক্ষা
ওয়ে টু বরাক, ১৮ এপ্রিল : বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর অম্বিকাপট্টির চৌরঙ্গিতে একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চৌরঙ্গির একটি অ্যাপার্টমেন্টের বিমান গোস্বামীর ফ্ল্যাটে এ দিন আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত ওই ফ্ল্যাটের ড্রয়িং রুম থেকে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঘরের আসবাবপত্রে। আশপাশের জনগণ আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। তারাপুর ও রাঙ্গিরখাড়ি থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো হয়। আগুন লাগার কারণ জানা যায়নি। জানা গেছে, ওই ফ্ল্যাটে একাই থাকেন বিমান বাবু। তাঁকে অবশ্য অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে।