Barak UpdatesHappeningsBreaking News
অম্বিকাপট্টি চৌরঙ্গির ক্রশ কালভার্টের কাজ শম্বুকগতিতে, জেলাশাসককে তমালের অভিযোগ
ওয়েটুবরাক, ১৬ মেঃ অম্বিকাপট্টি চৌরঙ্গি ক্রশ কালভার্টের কাজ সেই যে শুরু হয়েছিল, আর শেষ হতে চায় না। খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু এগোলে পরবর্তী অংশের জন্য চাতক-অপেক্ষায় থাকতে হয়। এখনও বহু কাজ বাকি। কিন্তু ঠিকাদার বা বিভাগীয় কর্তাদের সে ব্যাপারে হেলদোল নেই। তাতে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে।অম্বিকাপট্টিতে যানজট মারাত্মক হয়ে উঠেছে। বিশেষ করে, রাঙ্গিরখাড়ি থেকে প্রেমতলা অটোরিকশা এবং ই-রিকশার জন্য ওয়ান ওয়ে হওয়ায় তাদের চণ্ডীচরণ রোড, শ্মশান রোড, চার্চ রোড হয়ে বেরোতে হয়। লাগাতার যানজটের দরুন পথচারীদের সঙ্কট তীব্রতর হচ্ছে। তারা পা ফেলার জায়গা পান না। এই অবস্থায় চৌরঙ্গির একদিক কয়েক মাস ধরে শুধু কালভার্ট নির্মাণের জন্য বন্ধ রয়েছে। এই রাস্তাটি খোলা থাকলে মানুষ এবং যানবাহনের সামনে বিকল্প খোলা থাকত। তাতে যানজট কমে যেত।
এ নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন শিলচরের কংগ্রেস নেতা, প্রাক্তন পুর সভাপতি তমালকান্তি বণিক। তিনি দ্রুত এই কাজ শেষ করার জন্য জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেন। বিভাগীয় কর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিতে তমালবাবু আর্জি জানান। পাশাপাশি বলেন, এই সময়ে অটোরিকশা এবং ই-রিকশাগুলিকে সুভাষনগর থেকে অম্বিকাপট্টি হয়ে প্রেমতলার রাস্তায় পৌঁছানো গেলে ওই এলাকার মানুষের যান-যন্ত্রণা কিছুটা কমতে পারে।