NE UpdatesHappeningsBreaking News
অমিজো বিয়ে করে প্রার্থী হলে ভোট নয়, প্রচারে নামছে এমজেডপি
ওয়েটুবরাক, ১৪ অক্টোবর : অমিজোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়েছেন, এমন কাউকে প্রার্থী না করতে আগেই রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ জানিয়েছিল ছাত্র সংগঠন মিজো জিরলাই পল (এমজেডপি)৷ এ বার কেন্দ্রীয় কার্যনির্বাহক বৈঠকে সিদ্ধান্ত হয়, তাদের অনুরোধ উপেক্ষা করে এমন কাউকে টিকিট দেওয়া হলে এমজেডপি ওই প্রার্থীর বিরুদ্ধে প্রচারে নামবে৷ তাদের কাছে খবর রয়েছে, একটি রাজনৈতিক দল এক অমিজো স্বামীর মিজো স্ত্রীকে দাঁড় করানোর ব্যাপারে সিদ্ধান্ত প্রায় পাকা করে নিয়েছে৷ এমজেডপি রাজনৈতিক দলটির বিরুদ্ধে কিছু না বললেও ওই প্রার্থীকে জিততে দেবে না বলে জানিয়ে দিয়েছে৷ তাদের সিদ্ধান্ত, ভোটারদের কাছে যাবেন, তাঁকে ভোট না দিতে বুঝিয়ে বলবেন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, শুধু ওই মহিলাই নয়, এই ধরনের কেউ প্রার্থী হলেই এমজেডপি সক্রিয় বিরোধিতায় নামবে৷
বৈঠকে একাংশ অমিজো ব্যবসায়ী মিজোদের নামে ব্যবসা করে চলেছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়৷ সভাপতি এইচ লালথিয়াঙলিমা বলেন, রাজ্যের সুরক্ষা ও রাজ্যবাসীর নিরাপত্তার প্রশ্নে এই ধরনের ঘটনা উদ্বেগজনক৷ ইনার লাইন পারমিট নিয়ে মিজোরামে ঢুকে বহু অমিজো মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও থেকে যাচ্ছেন, অভিযোগ করেন তিনি৷ তাদের খুঁজে বার করা হবে বলে হুঁশিয়ারির সঙ্গে সতর্ক করে দেন৷
প্রসঙ্গত, মিজো-অমিজো বিয়ের বিরোধিতা এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আগেও অভিযান চালিয়েছে এমজেডপি৷