Barak UpdatesHappeningsBreaking News

অমরেন্দ্র ভট্টাচার্যের জীবনাবসান

ওয়েটুবরাক, ২৪ জুলাই : বিদগ্ধ সংস্কৃত পণ্ডিত, মহিলা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমরেন্দ্র ভট্টাচার্য আর নেই। রবিবার রাত ১১টা ৩৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বয়স হয়েছিল ৮০ বছর৷ কিছুদিন আগে তাঁর গলায় ক্যানসার ধরা পড়ে৷ সে থেকে তাঁর শ্যামাপ্রসাদ রোড স্থিত বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন বিপত্নীক, নিঃসন্তান এই বেদজ্ঞ পণ্ডিত৷

অমরেন্দ্র ভট্টাচার্যই প্রথম এই অঞ্চলে মহিলা উপনয়ন বিধি চালু করেন৷ নিজেই মহিলাদের উপনয়ন দিয়েছেন, এই বিষয়ে নানা জায়গায় বক্তৃতা করেছেন, লিখেও গিয়েছেন৷

সংস্কৃত ভাবার্থ বা পূজাপ্রকরণ নিয়ে শিলচর শহর সহ বরাক উপত্যকায় শেষকথা বলার অধিকারী যে মুষ্টিমেয় কয়েকজন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অমরেন্দ্র ভট্টাচার্য৷ তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করে বিশিষ্টজনেরা বলছেন, এই জায়গায় বড় শূন্যতা দেখা দিয়েছে৷ তা পূরণ হবার নয়৷ পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে তিনি প্রশিক্ষণ দিয়েছেন৷ শিলচরের আর্য সংস্কৃতি বোধনী সমিতির তিনি ছিলেন অন্যতম উপদেষ্টা৷ সমিতির কর্মকর্তারা শোক জানিয়ে বলেন, সংস্থার নামটিও তাঁরই দেওয়া৷ আগামী বুধবার তাঁর স্মৃতিচারণে তারাপুর আর্যভবনে এক সভার আয়োজন করা হয়েছে৷ ঠিক সাড়ে ছয়টায় ওই শোকসভা শুরু হবে বলে তাঁরা জানিয়েছেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker