NE UpdatesHappeningsBreaking News
অভিযুক্তের কাছ থেকে ১৩ লক্ষ টাকা নিয়ে গ্রেফতার সাব-ইন্সপেক্টর
গুয়াহাটি, ১৩ মার্চ : রাজ্য সরকার পুলিশ বিভাগকে জনতার বন্ধু হিসেবে প্রতিপন্ন করতে নানা ধরনের চেষ্টা চালিয়ে গেলেও একাংশ পুলিশ কর্মীর আচরণের জন্য জনগণ এই বিভাগকে ভরসা করতে পারছেন না। পুনরায় অসম পুলিশের উর্দিকে কালিমালিপ্ত করলেন এক সাব ইন্সপেক্টর। জনৈক অভিযুক্তকে রেহাই দেওয়ার নামে ১৩ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন পল্টন বাজার থানার সাব-ইন্সপেক্টর কৃষ্ণ উপাধ্যায়। চুরির মোবাইলের আন্তর্জাতিক বাজারের একটি চক্রকে সহায়তা করে গ্রেফতার হয়েছেন এই সাব-ইন্সপেক্টর।
উল্লেখ্য গোপন সূত্রের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল বাংলাদেশে সরবরাহ করার সঙ্গে জড়িত একটি কুরিয়ার এজেন্সি থেকে কিছুদিন আগে পল্টন বাজার পুলিশ মোবাইল বাজেয়াপ্ত করেছিল। পরবর্তী সময়ে এই মামলাটি পল্টন বাজার থানা থেকে সিআইডি শাখায় স্থানান্তর করা হয়। এই চক্রটি দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুরি হওয়া মোবাইল অসম ও মেঘালয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সরবরাহ করার তথ্য সামনে আসার পর কুরিয়ার এজেন্সির একজন অভিযুক্ত ভবেশ শর্মাকে গ্রেফতার করা হয়েছিল।
পল্টন বাজার থানার সাব ইন্সপেক্টর কৃষ্ণ উপাধ্যায় অভিযুক্ত চক্রটির সঙ্গে জড়িত থাকার তথ্য পুলিশ জানতে পারে। পুলিশ আরও জানতে পারে যে, ওই সাব-ইন্সপেক্টর অভিযুক্তদের কাছ থেকে ১৩ লক্ষ টাকা নিয়েছিলেন। এইসব তথ্য লাভ করার পর পুলিশের অপরাধ শাখা কৃষ্ণ উপাধ্যায়কে গ্রেফতার করে।