Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে হিন্দু লিগ্যাল সেলের চিঠি
ওয়েটুবরাক, ১১ জুলাইঃ অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে নিজেদের অবস্থান স্পষ্ট করল শিলচরের হিন্দু লিগ্যাল সেল। শুধু সমর্থনই নয়, কেন এই অভিন্নতা জরুরি, তা চিঠি লিখে জানিয়েছে ল কমিশন অব ইন্ডিয়ার সদস্য-সচিবকে। সেলের আহ্বায়ক ধর্মানন্দ দেব ও যুগ্ম-আহ্বায়ক মৃগাঙ্ক ভট্টাচার্য চিঠিতে লিখেছেন, ভারতীয় সংবিধানের মূলকথাই হচ্ছে, সকলের জন্য সমান অধিকার। এর পরও কী করে এত বছর ধরে আইনের বিভিন্নতা বজায় থাকল, তা বিস্ময়ের। জাতি, ধর্ম, বর্ণের নামে যে বিভিন্ন বৈষম্যমূলক বিধি প্রচলিত রয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি হলে সে সব থেকে প্রচুর মানুষ রেহাই পাবেন। সারা দেশে একই আইন হলে সাধারণ মানুষও দেওয়ানি বিধির খুঁটিনাটি ব্যাপারে অবগত থাকবেন।
তাঁদের কথায়, অভিন্ন দেওয়ানি বিধি ধর্মনিরপেক্ষতারও প্রতীক। তাতে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের কোনও আশঙ্কা নেই। বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক গ্রহণ, অভিভাবকত্ব, উত্তরাধিকারী সব ক্ষেত্রেই সবাই সমান বিচার পাবেন। তাই তাঁরা ল কমিশনকে দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। জাতীয় একতা এবং সংহতির প্রয়োজনেই এ নিয়ে আর দেরি করা উচিত নয় বলে ল কমিশনের সদস্য সচিবকে চিঠিতে জানিয়ে দেন ধর্মানন্দ-মৃগাঙ্ক।