Barak UpdatesHappeningsBreaking News
অভিনব ! শিলচরে উদয়াস্ত বন্দেমাতরম গান ১৫ আগস্ট, হবে ভারতমাতার পূজা
ওয়েটুবরাক, ৩০ জুলাই : খণ্ডিত হলেও এই বছর স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি৷ দেশ জুড়েই এই উপলক্ষে পালিত হচ্ছে অমৃত মহোৎসব৷ এর ওপর এই বছরই ঋষি অরবিন্দের একশো পঞ্চাশ বছর পূর্তি এবং আর্য সংস্কৃতি বোধনী সমিতিও ৪৫ বছর পেরিয়ে চলছে৷ সঙ্গে বন্দেমাতরম উৎসবের ৩৫ বর্ষ পূর্তি৷ এই বিশেষ বছরটিতে আর্য সংস্কৃতি বোধনী সমিতি দুটি অভিনব পরিকল্পনা গ্রহণ করেছে৷ আগামী ১৫ আগস্ট একদিকে উদয়াস্ত বন্দেমাতরম মহানাম যজ্ঞ চলবে, অন্যদিকে প্রতিমা গড়ে ভারতমাতার পূজা করা হবে৷ দুপুরে থাকবে মহাপ্রসাদ বিতরণ৷ এই দুটিই এই অঞ্চলে আগে আর কখনও হয়নি৷
বন্দেমাতরম উৎসবের প্রথম পর্বের পাঁচদিনের কর্মসূচির উদ্বোধন হবে ১১ আগস্ট তারিখে৷ সে দিন সকাল দশটায় শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন করা হবে৷ ১২ আগস্ট সকাল দশটায় রাখীবন্ধন উৎসব৷ ১৩ আগস্ট বিকাল চারটায় বীর টিকেন্দ্রজিৎ সিংহের বলিদান দিবস এবং কর্মী সম্মেলন৷ ১৪ আগস্ট অখণ্ড ভারত দিবসে প্রভাতে শোভাযাত্রা ও সন্ধ্যায় বন্দেমাতরম মহানাম যজ্ঞের অধিবাস ৷ পুরো কর্মসূচিই হবে আর্য সংস্কৃতি বোধনী সমিতির শহিদ কানাইলাল নিয়োগী লেন স্থিত আর্য ভবনে৷
এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য স্বর্ণালী চৌধুরীকে সভাপতি করে একটি উৎসব কমিটি গঠন করা হয়েছে৷ সাধারণ সম্পাদক সুজিৎ দেবনাথ, কোষাধ্যক্ষ বিজনবিহারী রায় ও তপনজ্যোতি রায়৷ বেশ কিছু উপসমিতিও তৈরি করা হয়েছে৷ সেগুলির মধ্যে অর্থ সংগ্রহে মণিভূষণ চৌধুরী, প্রচারে উত্তমকুমার সাহা, সাংস্কৃতিক উপসমিতিতে পিংকি পালচৌধুরী ও শেখর চৌধুরী৷ সাজসজ্জায় রত্নেশ্বর নাথ, পায়েল দাস ও নবমিতা চক্রবর্তী৷ সার্বিক পরিকল্পনায় বিপ্লব দেবনাথ৷
এ ছাড়া বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে মুখ্য পৃষ্ঠপোষক মনোনীত করে একটি পৃষ্ঠপোষক সমিতি ও একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে৷