NE UpdatesHappeningsBreaking News

অবৈধ নিযুক্তি : পরিবহন দফতরে ছাঁটাই ৭৭১ জন

ওয়েটুবরাক, ১ জুন : পূর্বতন সরকারের আমলে বিনা সাক্ষাৎকারে পরিবহন বিভাগে নিযুক্তি পেয়েছিলেন ৭৭১ জন৷ ওই সব নিযুক্তিকে অবৈধ বলে ঘোষণা করে তাঁদের ছাঁটাইর নির্দেশ দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার৷ মুখ্যমন্ত্রী শর্মা বলেন, যারা অবৈধ ভাবে নিযুক্তি দিয়েছেন, তাঁদের খুঁজে বার করা হচ্ছে৷ তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তাঁদের বিরুদ্ধেও৷

Rananuj

এই ৭৭১-র তালিকায় ঢুকে কাছাড় জেলাতেও চাকরি খোয়ালেন ১৪ জন৷ তাঁরা বুধবার চিত্তরঞ্জন অ্যাভেন্যুস্থিত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান৷ তাদের বরখাস্তের নির্দেশ ফিরিয়ে নেওয়ার জোরালো আর্জি জানান৷ বলেন, এত বছর চাকরির পর এখন বেকার হয়ে পড়লে পরিবারের সদস্যদের নিয়ে উপোষ থাকতে হবে৷ কারণ মাঝবয়সে কোথাও আর কাজ জোটানো যাবে না৷

তাদের বক্তব্যে সমর্থন জানিয়ে এএসটিসির অন্যান্য কর্মচারীরা বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker