NE UpdatesHappeningsBreaking News
অবসরের ১ মাস বাকি থাকতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন সাব ইন্সপেক্টর
গুয়াহাটি, ৬ এপ্রিল ঃ রাজ্যজুড়ে দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিক ও কর্মচারীদের বিরুদ্ধে তীব্র অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও একাংশের তাতে ভ্রূক্ষেপ নেই। এ বার নগাওয়ে ঘুষ নিয়ে ভিজিল্যান্সের জালে পড়লেন এক পুলিশ কর্তা। দুর্নীতি নিবারক শাখার আধিকারিক ও কর্মীরা নগাঁও সদর থানার সাব ইন্সপেক্টর সুরজ উল হককে গ্রেফতার করেছেন। তথ্য অনুযায়ী এই পুলিশ কর্তা ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। নগাঁও থানা চত্বরে থাকা সরকারি আবাসে বসেই তিনি ঘুষ নিয়েছিলেন। আর ওই সময়ই দুর্নীতি নিবারক শাখার কর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ আধিকারিক সুরজ উল হকের অবসর গ্রহণের আর মাত্র এক মাস বাকি ছিল। এর আগে সহজে অর্থ আদায়ের নেশায় মেতে উঠেছিলেন তিনি। বুধবার তাঁকে সারা রাত ধরে জেরা করে দুর্নীতি নিবারক শাখার অফিসাররা। বৃহস্পতিবার সকালে গ্রেফতার পুলিশ কর্তাকে নিয়ে ভিজিল্যান্স সেল গুয়াহাটি রওনা দিয়েছে। কিছুদিন আগেও গুয়াহাটি পুর নিগমের মুখ্য বাস্তুকার ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্স সেলের জালে পড়েছিলেন।