Barak UpdatesHappeningsBreaking News
অপারেশনস রিসার্চঃ আসাম বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে লঙ্কা মহাবিদ্যালয়ের ওয়েবিনার
১৫ সেপ্টেম্বরঃ লঙ্কা মহাবিদ্যালয়ের গণিত বিভাগ এবং আইকিউএসি যৌথভাবে এক ইন্টারন্যাশনাল ওয়েবিনারের আয়োজন করেছে। সহযোগিতায় রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ। ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় আয়োজিত এই ওয়েবিনারের বিষয়, ‘রিসেন্ট অ্যাডভান্টেজেস অফ অপারেশনস রিসার্চ ইন ন্যাচারেল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’। লঙ্কা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমরজিত সিং ভাল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। আলোচনা করবেন মূলত তিন রিসোর্সপার্সন। ওয়েবিনারের পেট্রন তথা আসাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক কে দত্তচৌধুরী, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক-এর অর্থশাস্ত্র বিভাগের প্রধান অধ্যাপক সুদীপ্ত সারেঙ্গি ও ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সুরজিত বরকটকি।
একে সফল করে তুলতে কো-অর্ডিনেটর হিসাবে কাজ করে চলেছেন লঙ্কা মহাবিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান ড. লোকেন্দ্র কাকতি ও আসাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. নবেন্দু সেন। টেকনিক্যাল কো-অর্ডিনেটর আসাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত সাহা ও লঙ্কা মহাবিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক হেমন্ত বরা।