Barak UpdatesHappeningsBreaking News
অপহরণ : ভাড়াঘর হলেও বিধান দাসকে ক্লিনচিট দিচ্ছেন না এসপি
ওয়েটুবরাক ১১ মে : অপহরণ করে দুই যুবককে আটকে রাখা হয়েছিল এক পুলিশ অফিসারের বাড়িতে৷ এই ঘটনায় দক্ষিণ অসমে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ অভিযোগ পেয়ে ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া করিমগঞ্জ জেলার বদরপুরে গিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান৷ কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা নিজে তদন্তে নেমেছেন৷ অভিযুক্ত সাব-ইন্সপেক্টর বিধান দাস জানিয়েছেন, তাঁর বাড়ি হলেও যে ঘরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ, সেটি তাঁর ভাড়াটের৷ তিনি হাইলাকান্দি জেলায় কর্তব্যরত৷ তাঁর স্ত্রী বাড়িতে থাকেন৷ কিন্তু তিনি ক্যানসারে আক্রান্ত বলে ভাড়াঘরে কে আসে-যায়, খেয়াল রাখতে পারেন না৷
কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, কাটিগড়ার দুই যুবক কুতুব রব্বানি ও আলতাফ হোসেন এজাহার দিয়েছেন, তাদের গত ১ মে অপহরণ করা হয়েছিল৷ আটকে রাখা হয় বিধান দাসের বাড়িতে৷ তাঁদের সামনেই দুষ্কৃতীরা বাড়িতে ফোন করে চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে৷ দুইদিন আগে তাদের ওই বাড়ি থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় তারা পালিয়ে চলে আসেন বলে এজাহারে উল্লেখ করেন৷ মাহাত্তার কথায়, এরা বিধানের স্ত্রী রান্না করে খাবার দিয়ে আসতেন বলেছিল৷ কিন্তু তদন্তের সময় বিধানের স্ত্রীকে দেখে জানায়, এই মহিলা নন, খাবার দিতেন আর একজন৷
পুলিশ সুপার অবশ্য এখনই বিধান দাসকে ক্লিনচিট দিচ্ছেন না৷ জানিয়েছেন, তদন্ত চলছে৷ যে কোনও সময় আবারও তাঁকে জেরা করা হতে পারে৷ পাশাপাশি অপহরণ কাণ্ডে জড়িতদের খুঁজে বার করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি৷ পলাতক ভাড়াটেদের সন্ধান চলছে৷