Barak UpdatesHappeningsBreaking News
অন্নপূর্ণাঘাটে জলস্তর ২১.৩৮ মিটার, কমছে ১ সেমি করে
১৯ মে ঃ গত কয়েক ঘণ্টা স্থিতাবস্থায় থাকার পর এ বার শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর ক্রমশ কমছে। আজ সকাল ৯টায় এখানে নদীর জলস্তর ২১.৩৮ মিটার। জল কমছে ১ সেমি করে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত জল বাড়লেও এর পর বেশ কয়েক ঘণ্টা নদীর জলস্তর স্থিতাবস্থায় ছিল। রাত ৮টা থেকে জল কমতে শুরু করে। তবে মাঝে মধ্যে আবার কিছুক্ষণ জলস্তর স্থিতাবস্থায়ও ছিল। সকাল ৭টা থেকে ফের ১ সেমি করে কমতে শুরু করে।
টানা বৃষ্টিতে গত কয়েক দিন থেকেই বরাক নদীর জলস্তর বাড়ছে। আর এতে বহু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পুরো শিলচর শহরকে চারদিক থেকে বন্যার জল ঘিরে ধরেছে। প্রায় প্রতিটি বাঁধই একেবারে টুইটুম্বুর অবস্থা। বৃহস্পতিবার সকালে আবহাওয়া একটু ভাল হওয়ায় আশার আলো দেখা দিয়েছে। তবে বৃষ্টি হলে পরিস্থিতি যে কোনও সময় মারাত্মক আকার ধারণ করতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৪৬.৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।