NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

অন্তর্প্রেরণা পুরস্কার শান্তনু সূত্রধরকে

ওয়েটুবরাক, ১১ ফেব্রুয়ারি : অন্তর্প্রেরণা পুরস্কার পেলেন বরাক উপত্যকার বিশিষ্ট ব্যবসায়ী, হস্তশিল্প সামগ্রীর রফতানিকারী শান্তনু সূত্রধর৷ পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেবা’ গত বৃহস্পতিবার যোরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ সম্মান প্রদান করে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি৷ ছিলেন নাহরকাটিয়ার বিধায়ক তথা এসিএর সচিব তরঙ্গ গগৈ, সত্রাধিকার সত্যজিৎ মহন্ত, এআইআইডিসির চেয়ারম্যান শান্তনু বরপূজারী, রেনফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর রাজীবকুমার বরা, আমেরিকার সি-কোয়েস্ট ক্যাপিটেলের প্রতিনিধি ত্রিদীপকুমার গোস্বামী প্রমুখ৷

বরাক উপত্যকা থেকে এ পর্যন্ত একমাত্র শান্তনু সূত্রধরই এই মর্যাদাসম্পন্ন পুরস্কার পেয়েছেন৷ বাঙালি হিসেবেও তিনিই একমাত্র অন্তর্প্রেরণা পুরস্কার প্রাপক৷ পরিবেশ সুরক্ষায় নিরন্তর কাজ করে চলা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেবা’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ৬ জনকে নিজ নিজ ক্ষেত্রে উৎকর্ষতার জন্য পুরস্কার প্রদান করা হয়৷ শান্তনু সূত্রধর ছাড়াও পুরস্কৃত হয়েছেন শারদী শইকিয়া (কলা-সংস্কৃতি), শচীন গগৈ (সাংবাদিকতা), গোবিন বরা (সত্রীয় নৃত্য),  হীরকজ্যোতি শইকিয়া (লোকসঙ্গীত) ও সোনমা মহন্ত (ইন্টেরিয়র ডিজাইনিং)৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker