NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

অনৈতিক মাশুল বৃদ্ধি মোবাইল রিচার্জের, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারিঃ বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা মোবাইল রিচার্জের মাশুল মর্জিমত বাড়িয়ে চলেছে। আক্ষরিক অর্থেই তা লাফিয়ে বাড়ছে। এ ব্যাপারে শাসক-বিরোধী সব রাজনৈতিক দল নীরব। তবে প্রতিবাদে সরব রয়েছেন শিলচর টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপকুমার দে। তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রতিদিন দুই জিবি ই-কানেকশন দেওয়ার শর্তে প্রথমে ৩৩৩ টাকা  নেওয়া হচ্ছিল। কিছুদিন পরই সে মাশুল বাড়িয়ে করা হয় ৪৪৪ টাকা, পরে ৫৫৫ টাকা।  এখন একই রিচার্জের মূল্য ৬৬৬ টাকা। এই প্রক্রিয়ায় শিক্ষক-ছাত্রদের একেবারে লুটে নেওয়ার ফন্দি আঁটা হচ্ছে বলে অভিযোগ তাঁর।  কারণ কোভিডের দরুন শিক্ষক-ছাত্রদের অনলাইনেই সবকিছু করতে হচ্ছে। এ ছাড়া, টেলিফোন বিল, বিদ্যুতের বিল থেকে শুরু করে নানা রকমের বিমা অনলাইনেই মিটিয়ে দেওয়া হচ্ছে।

Rananuj

এই অবস্থায় রাজনৈতিক দল ও তাদের নেতৃবৃন্দ রহস্যজনক কারণে পুরো নীরবতা পালন করছেন। তাই তিনি ওড়িশা, তামিলনাড়ু ও দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে পৃথক ভাবে চিঠি পাঠিয়েছেন। বলেছেন, শুধু বেসরকারি টেলিকম সংস্থাগুলিই নয়, সরকারি বিএসএনএলও সুবিধা সংকোচন কম করছে না৷ অথচ ট্রাই-র অস্তিত্ব টেরই পাওয়া যায় না৷ এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন শহরের প্রবীণ নাগরিক দিলীপকুমার দে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker