NE UpdatesHappeningsBreaking News
অনলাইন ক্লাশে অনুপস্থিত ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার ছাত্রদের নাম কাটা যাচ্ছে
১৯ নভেম্বর: রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হয়েও একাংশ ছাত্রছাত্রী অনলাইন ক্লাশে অংশ নিচ্ছে না৷ ওইসব অনুপস্থিত বা একেবারে অনিয়মিত ছাত্রছাত্রীদের নাম কেটে ওই জায়গায় অন্যদের নতুন করে ভর্তি করা হবে৷ টেকনিক্যাল এডুকেশন ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নাম কাটার আগে তাঁরা একটা সুযোগ দিতে চাইছেন৷ তাই যারা প্রকৃতই ওই প্রতিষ্ঠানে পড়তে আগ্রহী, তারা যেন আগামী ২৩ নভেম্বর সকাল ১০টায় কলেজে গিয়ে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে লিখিতভাবে ক্লাশ করার আগ্রহের কথা জানিয়ে আসে৷
সে ক্ষেত্রে তাদের দ্বাদশ বা উচ্চ মাধ্যমিক মার্কশিট কলেজে জমা করতে হবে৷ ডিরেক্টর জানান, একাংশ ছাত্রছাত্রী একাধিক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বহু আসন অহেতুক অপ্রয়োজনে ধরে রাখে৷ এ বার ওই আসনগুলি চিহ্নিত করে নতুন ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে৷