Barak UpdatesCultureBreaking News
অনন্যা এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় পালন করল বসন্ত উৎসব
ওয়েটুবরাক, ২১ মার্চ : অনন্যা প্রতিবারের ন্যায় এবারও বসন্ত উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনায় পালন করল । গত বৃহস্পতিবার অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সভানেত্রী সুমিত্রা সাহা৷ তিনি তাঁর বক্তব্যে ১৭ বছরের সেবামূলক কাজকর্মের কথা তুলে ধরেন৷ সম্পাদক মধুপর্ণা বসাক বসন্ত উৎসবে সকলকে স্বাগত জানান।
মূল অনুষ্ঠান শুরু হয় সংস্থার সদস্যদের দ্বারা পরিবেশিত সমবেত সংগীতের মাধ্যমে। সংস্থার সদস্যরা নৃত্যালেখ্য ‘আজি এ বসন্ত’-ও পরিবেশন করেন। আলেখ্য পাঠ করেন ঝুমকি সাহা, আবৃত্তি করেন ঝুমনা চক্রবর্তী, নৃত্যে শম্পা বণিক ও মধুপর্ণা বসাক, সঙ্গীতে সঙ্গীতা দেব, সুমিত্রা সাহা, মধুমিতা পাল, মিষ্টি দাস, অঞ্জনা সাহা পাল, শেফালি খান্ডেলওয়াল, কবিতা খান্ডেলওয়াল, অপরাজিতা দত্ত, দেবযানী রায়, শম্পা ধর, শিপ্রা পুরকায়স্থ, সোনালী বণিক ও মৌটুসী দাস।
আমন্ত্রিতদের অনুষ্ঠানে ছিল বিভিন্ন সংস্থা এবং একক সঙ্গীতশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পারমিতা দাস তাঁর সুরের মায়াজালে দর্শকদের মন ভরিয়ে দেন। জনপ্রিয় শিল্পী তাহেরা লস্করও অনুষ্ঠান জমিয়ে রাখেন। রাখি রায় ও রিতু নাহার গানও শ্রোতাদের মন জয় করে।
পরে ধামাইল গানের জমজমাট অনুষ্ঠান। একে একে নৃত্যের ডালি সাজিয়ে মঞ্চে আসে সংগীত বিদ্যালয়, নৃত্যসুরভী, নৃত্যায়ন, নৃত্যালয়ম, নবরাজ নৃত্যালয়, নির্বাণ, সৃজন এবং ছন্দে ছন্দে মিউজিক একাডেমি৷ নৃত্য পরিবেশন করে পঞ্চানন কলা নিকেতন, শিলচর ইয়থ কয়ার, ফিট ফিমেইল ডান্স একাডেমি।
সব শেষে অনুষ্ঠান ছিল উত্তর-পূর্বাঞ্চলের বিশিষ্ট বাউল শিল্পী বিক্রমজিত বাউলিয়ার। বাউলের গানের সুরের সাথে রূপরেখা মিউজিক স্কুল ও অনন্যার শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এবারের বসন্ত উৎসবে দর্শকদের বিপুল সমাবেশ দেখা যায়৷ বসন্তের রঙে সবাই রঙিন হয়ে ওঠেন।
প্রতিটি সংস্থাকে অনন্যার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে৷ মধুমিতা পালের ধন্যবাদ জ্ঞাপনের পর জাতীয় সংগীতের মাধ্যমে বসন্ত উৎসব শেষ হয়।