Barak UpdatesBreaking News
অধরচাঁদে বঙ্গসাহিত্যের ২২ শ্রাবণ
৯ আগস্টঃ এ বার ২৫ বৈশাখ উদযাপন থেকে নতুন ভাবনা আসে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির। শুধু বঙ্গভবনে অনুষ্ঠান না করে বাইরে বেরিয়ে যদি কিছু করা যায়! বিশেষ করে, স্কুলের ছাত্রশিক্ষকদের সঙ্গে নিয়ে। ভাবনামতোই বেরিয়ে পড়া। চার স্কুলে রবীন্দ্রজয়ন্তী উদযাপনের পর বৃহস্পতিবার বঙ্গ সাহিত্য রবীন্দ্র তিরোধান দিবস পালন করে অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।
এ বারও যৌথ অনুষ্ঠানে বেশ সাড়া মেলে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষ প্রশান্তকুমার নাথ, বঙ্গ সাহিত্যের কাছাড় জেলা সমিতির সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও শিলচর আঞ্চলিক সভাপতি সঞ্জীব দেবলস্কর। তিনজনই পরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। বক্তৃতা করেন বঙ্গ সাহিত্যের জেলা কমিটির সহসভাপতি দীপক সেনগুপ্ত এবং আঞ্চলিক কমিটির সহসভাপতি সীমান্ত ভট্টাচার্যও।
আরেক আঞ্চলিক সহসভাপতি অমিত শিকিদার আবৃত্তি করেন। তিনি অধরচাঁদ স্কুলের প্রাক্তন শিক্ষকও। আবৃত্তি করেন অঙ্কিতা চন্দ এবং স্কুলছাত্র তপু চন্দ। ছিল চার ছাত্রের সমবেত আবৃত্তিও। ছাত্র-শিক্ষকদের পৃথক সমবেত সঙ্গীত ছাড়াও রবীন্দ্রসঙ্গীত শোনান বঙ্গ সাহিত্যের আঞ্চলিক কমিটির সাংস্কৃতিক সম্পাদক তথা অধরচাঁদ স্কুলের প্রাক্তন ছাত্র শুভদীপ আচার্য। স্কুলশিক্ষিকারাও একটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা বর্ণালী ভট্টাচার্য।
অধরচাঁদ স্কুলে যাওয়ার আগে অবশ্য বঙ্গভবনে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।