Barak UpdatesHappenings
অত্যাধুনিক প্রযুক্তির সেমিনার হল উদ্বোধন উইমেন্স কলেজ
ওয়ে টু বরাক, ৫ অক্টোবর : উইমেন্স কলেজ শিলচরে উদ্বোধন হল অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সেমিনার হলের। শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই নতুন সেমিনার হলের ফিতা কেটে দ্বারোদঘাটন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব চৌধুরী। সঙ্গে ছিলেন এই অনুষ্ঠানের মুখ্য বক্তা আসাম বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স বিভাগের প্রধান প্রফেসর দিব্যজ্যোতি ভট্টাচার্য, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত, আইকিউএসি কো-অর্ডিনেটর অধ্যাপক শান্তনু দাস।
অনুষ্ঠানের শুরুতে এই সেমিনার হলের প্রয়োজনীয়তা নিয়ে প্রারম্ভিক চিন্তাধারার কথা বলতে গিয়ে অধ্যক্ষ দত্ত বলেন, ২০১১ সালে রাষ্ট্রীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ অর্থাৎ ন্যাক (NAAC) প্রতিনিধি দল কলেজ পরিদর্শনের সময় কলেজে একটি সেমিনার হলের প্রয়োজনীয়তা রয়েছে বলে গুরুত্ব আরোপ করে। কলেজের শৈক্ষিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও একটি সেমিনার হলের প্রয়োজনীয়তা অনুভব করা যাচ্ছিল। কিন্তু কোনও সূত্র থেকে আর্থিক সাহায্য না পাওয়ায় দীর্ঘদিন নির্মাণ কাজ শুরু করা যায়নি। বর্তমান পরিচালন সমিতির কাছে বিষয়টি উত্থাপন করলে বুদ্ধদেব চৌধুরীর নেতৃত্বে পরিচালন সমিতি কলেজ তহবিল থেকেই সেমিনার হল নির্মাণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সভাপতির উদ্যোগে খুব কম সময়ের মধ্যেই হলটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। নবনির্মিত এই হলটি অবশ্যই কলেজের একটি সম্পদ বলে বিবেচিত হবে। এই সেমিনার হলের উদ্বোধন মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলে উল্লেখ করেন।
কলেজ পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব চৌধুরী বলেন, অত্যন্ত সীমিত সম্পদের মধ্য দিয়ে কলেজের যাবতীয় প্রয়োজনীয়তা পূর্ণ করার চেষ্টায় সবাই এগিয়ে যাচ্ছেন। এই সেমিনার হল কলেজের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক বলিষ্ঠ সংযোজন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানের মুখ্য বক্তা প্রফেসর দিব্যজ্যোতি ভট্টাচার্য এই সেমিনার হলের প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরে বলেন, বর্তমান সময়ে শিক্ষা নিকেতনে প্রযুক্তির প্রয়োজন অপরিসীম। সেক্ষেত্রে এই সেমিনার হলে কলেজের শিক্ষা ও গবেষণা চর্চার আয়োজন অনেকটাই সরল হবে বলে তিনি আশা করেন।
উল্লেখ্য, গবেষণা ক্ষেত্রে যাবতীয় প্রয়োজন ও সুবিধের কথা মাথায় রেখে সেমিনার হলে আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রজেক্টর সহ এলইডি ডিসপ্লে স্ক্রিন, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশের ব্যবস্থা রাখা হয়েছে। কলেজের আইকিউএসি কো-অর্ডিনেটর শান্তনু দাসও এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন। এডুকেশন বিভাগের অধ্যাপক সুদেষ্ণা নাথ অনুষ্ঠান পরিচালন করেন এবং অনুষ্ঠান শেষে তিনি ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন।