Barak UpdatesHappeningsCulture
‘অঞ্জলি লহ মোর’, করিমগঞ্জে বাংলা সাহিত্য সভার নজরুল তর্পণ
ওয়ে টু বরাক, ১ জুন ঃ বাংলা সাহিত্য সভা করিমগঞ্জ শাখার নজরুল সন্ধ্যা ‘অঞ্জলি লহ মোর…’ গত গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন শাখার সভানেত্রী ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি এবং চিকিৎসক ড. সুরজিত দাস। শাখার সদস্যরা পরিবেশন করেন উদ্বোধনী সঙ্গীত ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’।
এরপর স্বাগত ভাষণে শাখার সাধারণ সম্পাদক শুভ্রাংশু প্রকাশ দে বিদ্রোহী কবি নজরুলের জন্মজয়ন্তী পালনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। বিশিষ্ট আবৃত্তিকার সুতপা মুখার্জি আবৃত্তি করেন নজরুল ইসলামের বিখ্যাত ‘নারী’ কবিতাটি। অত্যন্ত সুললিত কন্ঠে পরপর চারটি নজরুলগীতি ‘আমি সূর্যমুখী ফুলের মতো’, ‘আমার নয়নে নয়ন রাখি’, ‘প্রিয় যাই যাই বলো না’ এবং ‘সেদিন নিশীথে মোর কানে কানে’ গেয়ে শোনান সঙ্গীত শিক্ষিকা তথা বিশিষ্ট নজরুল শিল্পী তথা শাখার সাংস্কৃতিক সম্পাদক দীপালি দেব।
শাখা সভানেত্রী ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি কাজী নজরুল ইসলামের ‘আজি সৃষ্টি সুখেরউল্লাসে’ আবৃত্তি করেন। এরপর দুটি নজরুল গীতি ‘নয়ন ভরা জল গো তোমার’ এবং ‘শাওন রাতে যদি’ গেয়ে শোনান শুভ্রাংশু প্রকাশ দে। শাখার অন্যতম বর্ষীয়ান সদস্য সমীর দাস কবি নজরুল ইসলামের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুরূপে সঞ্চালন করেন শিক্ষিকা নবরূপা পোদ্দার। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন সমীর দাস।