Barak UpdatesHappeningsBreaking News
অঞ্জলি দিতে ফুল নিয়ে মণ্ডপে যেতে বলল করিমগঞ্জ প্রশাসন
20 অক্টোবরঃ অঞ্জলি দিতে যারা মণ্ডপে যাবেন, তাঁদের বাড়ি থেকে ফুল নিয়ে যেতে বলল করিমগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার নতুন পুজো-নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, অঞ্জলির ফুল সংগ্রহের সময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। অনেকেই এক জায়গায় ভিড় জমান। তাই বাড়ি থেকে ফুল সংগ্রহ করে নিয়ে গেলে এই ঝুঁকিটা থাকবে না। এ ছাড়া, পুরোহিতদের মাইকে অঞ্জলির মন্ত্র বলতে বলা হয়েছে, যাতে মন্ত্র বোঝার জন্য কারও পুরোহিতের কাছে গিয়ে বসার দরকার না পড়ে।
নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, পূজার প্রতিদিন দুইবার গোটা মণ্ডপ চত্বর স্যানিটাইজ করতে হবে। অঞ্জলি ও আরতির সময় কোভিড বিধি মেনে চলতে হবে। মণ্ডপ বা ভোজনালয়ে প্রসাদ বিতরণেও নিষেধাজ্ঞা্ রয়েছে। তবে বাড়িতে প্রসাদ পাঠাতে আপত্তি নেই বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাত দশটায় মণ্ডপ বন্ধ করে দিতে হবে, একাধিক পুরুষ মোটর সাইকেলে চড়তে পারবেন না, মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, রাস্তার পাশে দোকান বা অস্থায়ী রেস্টুরেন্ট বসানো যাবে না, বিসর্জনের সময় প্রতিমা নিয়ে শোভাযাত্রা করা যাবে না ইত্যাদি রাজ্য সরকারের নির্দেশিকাগুলি যথারীতি রয়েছে।