Where and When?HappeningsBreaking News

অজন্তার বাজেটে স্বস্তি বাড়াল ইলোরা-খাজুরাদের

ওয়েটুবরাক, ১৩ ফেব্রুয়ারি : রাজ্যের লক্ষ লক্ষ মহিলাকে সুখবর শোনালেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। তাঁর বাজেটপ্রস্তাবে মাইক্ৰো ফিন্যান্সে ঋণগ্ৰহীতা গরিব মহিলাদের স্বস্তি দেওয়ার ব্যবস্থা করলেন।

সোমবার ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ভাষণে অর্থমন্ত্ৰী অজন্তা বললেন, ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান হচ্ছে এক অভিলাষী অভিযান। এর লক্ষ্য, আমাদের মহিলাদের উদ্যোগী হিসেবে গড়ে তোলা। এই অভিযানের উদ্দেশ্য, অমৃতকালে আমাদের মহিলা উদ্যোগীদের আয় বৃদ্ধি এবং ব্যবসার ক্ষেত্রে তাঁদের সফল করা।’

অর্থমন্ত্রী বলেন, ‘সমগ্ৰ রাজ্যে কয়েকটি শৰ্ত সাপেক্ষে গ্ৰামাঞ্চলের আত্মসহায়ক গোষ্ঠীগুলির ৩৯,৬৭,৭৪৩ জন মহিলা সদস্যকে ১০ হজার টাকা করে উদ্যমিতা তহবিল আমরা প্ৰদান করব।’

অসম বিধানসভায় পেশকৃত বাজেটে তৃতীয় শ্ৰেণির ঋণগ্ৰহীতা গরিব মহিলাদের সাহায্য প্ৰদান করা হবে বলে জানান অর্থমন্ত্ৰী অজন্তা নেওগ। বাজেট ভাষণে অর্থমন্ত্রী আরও বলেন, আসাম মাইক্ৰো ফিন্যান্স উৎসাহবর্ধক ও স্বস্তি প্ৰকল্পের অধীনে প্ৰথম পৰ্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্ৰেণির প্ৰায় ১২ লক্ষ ঋণগ্রহীতা মোট ২,০৮১ কোটি টাকার আৰ্থিক সাহায্য লাভ করেছেন।

বাজেটে দাখিলকৃত প্ৰস্তাব অনুযায়ী, ২০২১-এর ৩১ মাৰ্চ পর্যন্ত যাঁদের অ্যাকাউন্ট নন্ পারফর্মিং অ্যাসেট (এনপিএ)-এ পরিণত হয়েছে এবং ২৫,০০১ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মূলধন আদায় দেওয়া বাকি, সে সকল মহিলাকে আৰ্থিক সাহায্য প্ৰদান করা হবে। এই প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থবৰ্ষে ৫৫০ কোটি টাকা বরাদ্দের প্ৰস্তাব রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker