India & World UpdatesHappeningsBreaking News
অক্সিজেনের অভাব নেই, আশ্বস্ত করল কেন্দ্র
ওয়েটুবরাক, ২৬ এপ্রিলঃ দেশে অক্সিজেনের কোনও অভাব নেই। সমস্যা হচ্ছে তা পাঠানোর। সেই সমস্যাও কাটিয়ে ওঠা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব পীযূষ গোয়েল আজ সোমবার এ ভাবেই আশ্বস্ত করলেন। তিনি জানান, কেন্দ্র অক্সিজেন বোঝাই গাড়িগুলিকে জিপিএসের সাহায্যে নিয়ন্ত্রণ করছে, যাতে হাসপাতালগুলি দ্রুত অক্সিজেন পেতে পারে। তিনি হাসপাতালগুলিকেও অক্সিজেনের ব্যবহারে সংযমী হতে পরামর্শ দেন।
গত শনিবার দেশে 9103 মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন উতপাদিত হয়েছে। অথচ দেশের সর্বোচ্চ উতপাদন ক্ষমতা ছিল 7259 মেট্রিক টন। পীযূষবাবু বলেন, কেন্দ্র-রাজ্য সহ সকলের প্রয়াসেই উতপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে। তিনি অক্সিজেন নিয়ে অহেতুক আতঙ্কিত না হতে পরামর্শ দেন। বলেন, তাতে বরং খারাপই হতে পারে। বরং প্রতিষেধক গ্রহণ, কোভিড বিধি মেনে চলা এবং সর্বোপরি, মাস্ক পরিধান এই সবেই বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি জানান, ঋতুচক্রের সময়ও মহিলারা কোভিড প্রতিষেধক গ্রহণ করতে পারেন।