India & World UpdatesHappeningsBreaking News

অকাদেমি পুরস্কার শংকর, প্রচেতকে

ওয়েটুবরাক, ১২ মার্চ: ২০২০-র সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন শংকর। তাঁর আত্মজীবনী ‘একা একা একাশি’-র জন্য ওই পুরস্কার দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলা কিশোর সাহিত্যে ২০২০ সালের অকাদেমি পুরস্কার পেলেন প্রচেত গুপ্ত। তাঁর ছোটগল্পের বই ‘গোপন বাক্স খুলতে নেই’-এর জন্য প্রচেতকে ওই পুরস্কার দেওয়া হচ্ছে৷ সাহিত্য অকাদেমি শুক্রবার এ খবর জানিয়েছে৷

মণিশংকর মুখোপাধ্যায় শংকর নামে পরিচিতি। তাঁর জন্ম ১৯৩৩ সালে। ‘চরণ ছুঁয়ে যাই’, ‘আশা-আকাঙ্খা’, ‘একদিন হঠাৎ’, ‘মানবসাগর তীরে’, ‘নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি’, ‘কত অজানারে’  তাঁর জনপ্রিয় গ্রন্থগুলির অন্যতম।

অন্য দিকে, দীর্ঘ দিন ধরেই লেখালেখি করেন প্রচেত গুপ্ত। তাঁর জন্ম কলকাতায় ১৯৬২ সালে। ইংরেজি, হিন্দি, ওড়িয়া-সহ একাধিক ভাষায় প্রচেতর বই অনুবাদ হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, ‘আমার যা আছে’, ‘শূন্য খাম’, ‘রাজকন্যা’, ‘চাঁদের বাড়ি’ ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker