Barak UpdatesHappeningsBreaking News
৮ বছরে বিজেপি একটা স্লুইস গেট নির্মাণ করে থাকলে দেখাক, দীপায়নকে অতনুর চ্যালেঞ্জ
ওয়েটুবরাক, ২৮ মে : শিলচর শহরে জমা জলের জন্য কংগ্রেস দায়ী বলে বিধায়ক দীপায়ন চক্রবর্তী যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করে শিলচর শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্য বলেন, কেন্দ্রে আট বছর ও রাজ্যে সাত বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এরপরও যদি তারা বলে শিলচরের জমা জলের জন্য কংগ্রেস দায়ী, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। বিজেপি পরিচালিত পুরসভা বহু বেআইনি নির্মাণ কাজের অনুমতি দিয়েছে বলে অভিযোগ করেন অতনু। বলেন, বিজেপির হাতে ক্ষমতা রয়েছে। তারা বেআইনি নির্মাণকাজ ভেঙে ফেলুক। কংগ্রেস এ ক্ষেত্রে সাহায্য করবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বিজেপি গত আট বছরে বন্যা নিয়ন্ত্রণে একটি স্লুইস গেট পর্যন্ত নির্মাণ করতে পারেনি। যদি করে থাকে তাহলে সেটা দেখাক, এই বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপি সব সময় কংগ্রেসকে দোষারোপ করে। কিন্তু কংগ্রেস সত্তর বছরে দেশের জন্য যা কিছু করেছিল, যা কিছু তৈরি করেছিল, এখন বিজেপি সে সব বিক্রি করছে। তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে কংগ্রেসকে দোষারোপ করার অভ্যাসটা ত্যাগ করার জন্য তিনি দীপায়নের প্রতি আহ্বান জানান।