India & World UpdatesHappeningsBreaking News
৮৫ জওয়ান নিয়ে মাঝ আকাশেই ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ১৭
৪ জুলাই : বড়সড় বিমান দুর্ঘটনার কবলে পড়ল ফিলিপাইনস। মাঝ আকাশেই ভেঙে পড়ল ফিলিপাইনসের বায়ুসেনার বিমান সি-১৩০ এইচ হারকিউলিস। রবিবার সকালে ফিলিপাইনসের সুলুর পাটিকুল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। উড়ানের সময় বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে। যাদের মধ্যে এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সুলু প্রদেশের জিলস দ্বীপে বিমানটি যখন নামার চেষ্টা করছিল তখন এতে আগুন লেগেছিল বলে জানা গেছে। রানওয়েতে নামার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। পাইলট আপ্রান চেষ্টা করলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট রানওয়েতে আবতরণ সম্ভব হয়নি। ট্র্যাক ছেড়ে বেরিয়ে যায় সি-১৩০ এইচ হারকিউলিস এয়ারক্রাফট। দাউদাউ করে জ্বলতে থাকে বিমানের ইঞ্জিন।
তবে আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি। বিমানটি দক্ষিণের শহর ক্যাগান দে ওরো থেকে সেনা-জওয়ানদের নিয়ে আসছিল। যদিও রানওয়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই আগুন নেভাতে ছুটে যায় দমকল। বর্তমানে বিমানের ভেতরে আটকে পড়া লোকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই বহু মানুষের আহত হওয়ার খবর মিলেছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেদেশের আর্মড ফোর্সের প্রধান সিরিলিটো সোবেজানা।