Barak UpdatesSportsBreaking News
২৬ জানুয়ারি বাকসের বর্ষসেরা সম্মান জ্ঞাপন অনুষ্ঠান
ওয়ে টু বরাক, ২৫ জানুয়ারি : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২৬ জানুয়ারি সন্ধ্যায় শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। বাকসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছেন কর্মকর্তারা। বর্ষসেরাদের পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি এ দিন রাতে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন শিলচরের দলছুট ও শ্রীভূমির ইরাপশন ব্যান্ড।
প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পাচ্ছেন প্রেমকান্ত সিনহা। ক্রীড়া সাংবাদিকের পুরস্কার পাচ্ছেন শিলচরের সঞ্জীব সিং ও হাইলাকান্দির শংকরী চৌধুরী। আর যে সব খেলোয়াড় এ বার পুরস্কার পাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন সেরা অ্যাথলিট হিসেবে আব্দুল সালাম, সেরা ফুটবলার শিবা কর্মকার, সেরা ক্রিকেটার অভিষেক দেব, সেরা হকি খেলোয়াড় আকাশ বৈষ্ণব, সেরা টেবিল টেনিস খেলোয়াড় এম জেনিথ সিং, সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় শিবাংশ সাহু, সেরা দাবাড়ু দীপ দাস, সেরা খো খো খেলোয়াড় অভিষেক দাস, সেরা ভলিবল খেলোয়াড় সাহিদ আহমেদ, প্রতিশ্রুতিবান ফুটবলার রিজি টিংসং, প্রতিশ্রুতিবান অ্যাথলিট অজন্তা দাস, প্রতিশ্রুতিবান ক্রিকেটার ঋত্বিক ধর ও প্রতিশ্রুতিবান মহিলা ক্রিকেটার আনসু নাথ রাম।