Barak UpdatesHappeningsBreaking News
৫ মার্চ থেকে অশীতিপর ও প্রতিবন্ধীদের দেওয়া হবে পোস্টাল ব্যালটের ফর্ম
২৭ ফেব্রুয়ারি: করোনার আশঙ্কা মাথায় রেখে এ বারের বিধানসভা নির্বাচনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রে বাড়িয়ে দিয়েছে পোলিং বুথের সংখ্যা৷ আগে সর্বাধিক ১২০০ ভোটার এক ভোটকেন্দ্রে থাকতেন৷ এ বার ১০০০ পেরিয়ে গেলেই দুটো বুথে ভাগ করা হয়েছে৷ এর দরুন কাছাড় জেলায় মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৪৷ নতুন বুথগুলির অধিকাংশই একই বুথের আরেক কক্ষে তৈরি করা৷ কাছাড় জেলায় শুধু ১৬টি বুথ নহতৈরি করতে হয়েছে একেবারে নতুন জায়গায়৷ তাও পুরনো বুথের ৫০০ মিটারের বেশি দূরত্বে নয়৷ মোট ভোটার ১২ লক্ষ ৫৭ হাজার ২৫৯ জন৷
শনিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান জেলাশাসক কীর্তি জল্লি, অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান ও নির্বাচন অফিসার নবনীতা হাজরিকা৷
নির্বাচনের আদর্শ আচরণ বিধি বলবৎ হতেই তা প্রয়োগের জন্য কাছাড়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷ জেলাশাসক এ দিন সকালে সর্বদলীয় বৈঠক করেন৷ পরে ব্যাঙ্কারদের সঙ্গে আলোচনা সেরে নেন৷ রাজনৈতিক দলগুলিকে ভোটের ব্যয়ের দিকে খেয়াল রাখতে পরামর্শ দেন৷ ব্যাঙ্কারদের নির্ধারিত অঙ্কের বেশি লেনদেন হলেই প্রশাসনকে জানাতে বলা হয়েছে৷
সুমিত সাত্তায়ান বলেন, এ বার ১২(ডি) বলে একটি বিশেষ ফর্ম তৈরি করা হয়েছে৷ এটি দেওয়া হবে ৮০-ঊর্ধ্ব ও প্রতিবন্ধীদের৷ ৫ মার্চ নির্বাচনী বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে তা বিতরণ শুরু হবে৷ ৫ দিনের মধ্যে সেই ফর্ম পূরণ করে উপযুক্ত নথি সহ জমা করতে হবে৷ এই প্রক্রিয়ায় অবশ্য তাদের কোথাও আসা-যাওয়ার দরকার নেই৷ শুধু বিএলও-দের সঙ্গে যোগাযোগ রাখতে বললেন সুমিতবাবু৷