Barak UpdatesHappeningsBreaking News

শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে প্রতিবন্ধীদের করোনার টিকা

ওয়েটুবরাক, ৬ জুন: বাড়ি বাড়ি গিয়ে প্রতিবন্ধী ও অশীতিপরদের কোভিড টিকা প্রদানের জন্য দাবি জানিয়েছিল সক্ষম এনজিও৷ তাদের দাবির প্রতি পরবর্তী সময়ে বহু সংস্থা-সংগঠন সমর্থন জানায়৷ অনেকে সক্ষমের সঙ্গে সুর মিলিয়ে নতুন করে একই দাবি জানায়৷ কাছাড় জেলা প্রশাসন এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে না পারলেও তারা প্রতিবন্ধীদের জন্য বিশেষ টিকাকরণ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে৷ আগামীকাল সোমবার থেকে ১০ জুন পর্যন্ত শিলচর সরকারি বালিকা বহুমুখি বালিকা বিদ্যালয়ে এই টিকা প্রদান করা হবে৷

Rananuj

সক্ষমের সংগঠক মিঠুন রায় জানিয়েছেন, সোমবার বেলা ১২টায় এই প্রতিবন্ধী টিকাকরণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা হবে৷ ১০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত টিকা দেওয়া হবে৷ মিঠুনবাবু সকল প্রতিবন্ধী তথা দিব্যাঙ্গদের যথাসময়ে উপস্থিত হয়ে করোনার টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker