NE UpdatesAnalyticsBreaking News
জিন্স-লেগিংস নয় মার্জিত পোশাক পরতে হবে শিক্ষকদের, নয়া ফরমান
গুয়াহাটি, ২১ মে ঃ পড়ুয়াদের স্কুলে আসতে গেলে নির্দিষ্ট পোশাক পরে আসতে হয়, তাই বলে শিক্ষকরা কি নিজেদের ইচ্ছেমতো যেকোনও পোশাক লাগিয়ে চলে আসবেন? না, এ বার তা আর হচ্ছে না। এখন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্যও ড্রেস কোড বাতলে দিল রাজ্যের শিক্ষা বিভাগ। ডাঃ রণোজ পেগুর শিক্ষা বিভাগ শনিবার জানিয়ে দিয়েছে, এখন শিক্ষকদেরও মার্জিত পোশাক পরে স্কুলে আসতে হবে।
এক নির্দেশে স্কুল শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোওর বলেন, একাংশ শিক্ষক-শিক্ষিকা নিজেদের পছন্দমতো পোশাক পরে স্কুলে আসেন, যা সাধারণ মানুষ মেনে নিতে পারেন না। কারণ এই শিক্ষকদের শালীনতার প্রতীক হিসেবেই ধরা হয়। সেজন্য তাঁদের মার্জিত পোশাক পরে আসা উচিত। তিনি বলেন, শিক্ষকদের ফরমাল লং প্যান্ট ও শার্ট পরেই আসতে হবে। জিন্স বা টি-শার্ট পরে স্কুলে আসা চলবে না। একইভাবে শিক্ষিকাদের শাড়ি, সালোয়ার বা মেখলা চাদর পরে আসতে হবে। লেগিংস, টি-শার্ট বা জিন্স অথবা অন্য কোনও পার্টি ড্রেস পরে আসলে হবে না। তবে স্কুলের অন্য কর্মচারীদেরও মার্জিত পোশাক পরেই আসতে হবে।
এই ড্রেস কোড সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষককে শিষ্টাচারের দৃষ্টান্ত হতে হবে। অবশ্য বিভাগ থেকে এই নতুন নির্দেশ দেওয়া হলেও শিক্ষকদের ক্ষেত্রে শালীনতা বজায় রেখে পোশাক পরার বিষয়টি নিয়োগের সময় থেকেই বহাল রয়েছে। ওই সময়ই তাঁদের বলে দেওয়া থাকে, মার্জিত পোশাক পরেই স্কুলে আসতে হবে।