Barak UpdatesHappeningsBreaking News
৪ কোটির হেরোইন বাজেয়াপ্ত করিমগঞ্জের পোয়ামারায়
ওয়ে টু বরাক, ৫ মে ঃ ড্রাগসের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের বৃহৎ অভিযান। আসাম-ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের পোয়ামারা এলাকায় অভিযান চালিয়ে ৫৬৭ গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করে পুলিশ। একটি অল্টো কার থেকে উদ্ধার হয় ৪৮টি সাবানের বাক্স। আইজল থেকে নিয়ে আসা হেরোইনগুলি ধুবড়ি নিয়ে যাওয়ার কথা ছিল। গাড়িটির কয়েকটি চেম্বারের সাবানের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা ছিল এই হেরোইনগুলি। এই অভিযানে পুলিশ আটক করেছে আব্দুল্লা চৌধুরী ও আব্দুল খায়ের নামের দুই পাচারকারীকে। জব্দ হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা হবে বলে জানানো হয়েছে।