India & World UpdatesHappeningsBreaking News
৪৯তম প্রধান বিচারপতি হিসেব শপথ নিলেন উদয় উমেশ ললিত
ওয়ে টু বরাক প্রতিবেদন, ২৭ আগস্ট : দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শনিবার শপথ নিলেন উদয় উমেশ ললিত। এ দিন রাষ্ট্রপতি ভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। শুক্রবার অবসর নিয়েছেন বিচারপতি এনভি রামানা। তিনিই সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে উদয় উমেশ ললিতের নাম প্রস্তাব করেন। এরপরই তাতে সিলমোহর দেন রাষ্ট্রপতি।
এ দিকে গতকাল বিদায়ী রাষ্ট্রপতি রামানাকে আবেগ ভালবাসায় বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। তাঁর এই অবসর গ্রহণ অনুষ্ঠান ঘিরে অনেক আইনজীবী কান্নায় ভেঙে পড়েন। কপিল সিবাল, দাভের মতো আইনজীবীরা বলেছেন, অস্থির সময়ে বিচারপতি মেরুদণ্ড সোজা রেখে কাজ করেছেন। ভারসাম্য বজায় রেখে চলেছেন তিনি। বিচারপতি এন ভি রামানা ২০২১ সালের ২৪ এপ্রিল দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন। প্রায় ১ বছর ৪ মাস তিনি এই পদে থেকেছেন। এর আগে ১৯৮৩ সালের ফেব্রুয়ারি মাসে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে তিনি যোগ দেন।