India & World UpdatesHappeningsSportsBreaking News
৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর : কী দুরন্ত ম্যাচ ! মূলত ৭৫ মিনিটের পর থেকে বদলাতে শুরু করে ম্যাচের রং। প্রথমার্ধেই লিওনেল মেসি এবং ডি’মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোলের ১ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে সমতা ফেরান ফ্রান্সের এমবাপে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ইতিহাস লেখেন এমবাপে।
বিশ্বকাপ ফাইনালে কোনও প্লেয়ারের করা এটাই প্রথম হ্যাটট্রিক। অতিরিক্ত সময়ে খেলার ফল অমীমাংসিত থাকলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ফাইনালেও নায়ক হয়ে উঠলেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। ফ্রান্সের একটি পেনাল্টি বাঁচান এমিলিয়ানো। একটি পেনাল্টি মিস করেন শৌমেনি। টাইব্রেকারে ম্যাচ জিতে শেষ পর্যন্ত নিজের শেষ বিশ্বকাপে আক্ষেপ মেটালেন মেসি। ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই নিয়ে তিন বার শিরোপা জিতল তারা।