India & World UpdatesAnalytics
৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফল, সুপ্রিম নির্দেশ রাজ্যের বোর্ডকে
২৪ জুন : আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব রাজ্যের বোর্ডকে দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিএসই দ্বাদশ আর আইএসসি-র ফল ঘোষণা নিয়ে এই নির্দেশ সুপ্রিম কোর্টের। পরীক্ষা ছাড়া কীভাবে মুল্যায়ন করা হবে, সে বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে পেশ করতে হবে। তবে একমাত্র অন্ধ্রপ্রদেশ দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা নিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। সংক্রমণ এড়িয়ে কীভাবে সেই পরীক্ষা নেওয়া সম্ভব, শুক্রবারের মধ্যে তা আদালতকে জানাতে অন্ধ্র প্রদেশকে বলা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন কোনও পড়ুয়া সংক্রমিত হলে অন্ধ্র বোর্ড তার কী ব্যবস্থা নেবে, সে বিষয়েও সুপ্রিম কোর্টকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সব স্টেট বোর্ডগুলোকে একটি ইউনিফর্ম পলিসি গ্রহণের নির্দেশ দিক আদালত। এমন একটা প্রস্তাব ওঠে আদালতে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় শীর্ষ আদলত। কোর্টের মন্তব্য, ‘সব রাজ্যের বোর্ডগুলো ভিন্ন প্রকৃতির তাই সেই পলিসি গ্রহণ সম্ভব নয়।’ এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ,’সব রাজ্যের বোর্ডগুলিকে মূল্যায়নের একই নিয়ম মেনে চলতে হবে, এমন কোনও নির্দেশ আমরা দিচ্ছি না। সারা দেশের একই নিয়মে মূল্যায়ন সম্ভব নয়।”