India & World UpdatesHappeningsBreaking News
৩০ সেপ্টেম্বর বাবরি ধ্বংস মামলার রায়, আডবাণী-জোশিকেও উপস্থিত থাকার নির্দেশ
১৬ সেপ্টেম্বরঃ আগামী ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা হবে। শুনানি প্রক্রিয়ার শেষে বুধবার এ কথা জানিয়েছে বিশেষ সিবিআই আদালত। ওই মামলায় অভিযুক্ত প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ, মুরলী মনোহর জোশি, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাক্ষী মহারাজের মতো বিজেপি নেতা-নেত্রীরা। মোট ৩২ জন অভিযুক্তের সকলকেই রায় ঘোষণার দিন আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আসলে মামলায় অভিযুক্ত ছিলেন ৪৯ জন। বিচার চলাকালেই ১৭ জনের মৃত্যু হয়।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়। ওই ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয় অযোধ্যায়। একটি বাবরি মসজিদ ধ্বংসের চক্রান্তের অভিযোগ। অপরটি ওই কাণ্ডে প্ররোচনা দেওয়ার। পরে দু’টি জুড়ে দেওয়া হয়। মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র মামলার বিচার চলছিল লখনউ আদালতে। সেই সঙ্গে করসেবকদের প্ররোচনা দেওয়ার মামলাটির শুনানি চলছিল রায়বেরেলি আদালতে। ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট দু’টি মামলা যোগ করে শুনানির জন্য লখনউতে এক বিশেষ আদালত গঠন করে। সেই সঙ্গে প্রতিদিন শুনানি চালানোর জন্যও নির্দেশ দেয়।