Barak UpdatesHappeningsBreaking News
হিমন্তই মোদিকে মিথ্যাবাদী প্রমাণ করে দিলেন, খোঁচা সুস্মিতার
ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মিথ্যাবাদী, তা বিরোধী দল বা সাধারণ মানুষের আর বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই তা প্রমাণ করে দিয়েছেন। আসামের কাগজ কল দুটি চিরতরে বন্ধ করে দেওয়া প্রসঙ্গে আজ বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি খোঁচা মেরে বলেন, মোদি দফায় দফায় বরাকে এসে মিল খোলার কথা বলেছিলেন। হিমন্ত জানিয়ে দিয়েছেন, মিল আর খোলা হবে না। ফলে মোদি যে শুধু ভোটের জন্য মিথ্যা বলেছিলেন, হিমন্ত তা প্রমাণ করে দিয়েছেন।
তিনি আজও কাগজ কল নিয়ে কর্মচারীদের সঙ্গে চুক্তিতে রহস্যের কথা শোনান। বলেন, উত্তর কাছাড় পার্বত্য জেলার সঙ্গে বাঁশ উৎপাদন ও বিক্রি নিয়ে কাগজ কলের যে চুক্তি রয়েছে, তা ব্যবহার করে কম দামে বাঁশ কিনতে চাইছেন এক সর্বভারতীয় বিজেপি নেতার পুত্র। তিনি ওই বাঁশের সাহায্যে পাঁচগ্রামে ইথানল তৈরি করবেন। হিমন্ত সরকারি তহবিলে প্যাকেজ ঘোষণা করে মিলটিকে ওই নেতাপু্ত্রের হাতে তুলে দেওয়ার কাজটাই সহজ করলেন।
সুস্মিতার কথায়, হিমন্ত এই কাজটা করলেন পরের নির্বাচনেও নিজের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করার জন্য। যাঁর ছেলের জন্য তিনি এইসব করছেন, তিনি এতটাই ক্ষমতাশালী যে, নির্বাচিত বিধায়করা তখন হিমন্তের বিরোধিতা করলেও ওই নেতার ফরমানে তাঁকে সরানো সম্ভব হবে না।
কর্মচারীরা ৫৬ মাসের বকেয়ার মধ্যে ২৮ মাসের বেতন পাবেন। বাকি টাকা তাঁরা আর পাবেন না। তৃণমূল নেত্রী উদ্বিগ্ন, ওই টাকা না হয় তাঁরা নাই পেলেন, কিন্তু বাকি জীবন করবেন কী, সে নিয়ে সরকার কোনও দায়িত্ব নিচ্ছে না। রাজ্যসভায় তিনি এই সব বিষয় তুলবেন বলে জানিয়ে দেন।
সুস্মিতা আজ জানতে চান, ৫৭০ কোটি টাকার প্যাকেজ এখন ঘোষণা করা হল কেন? তাঁর কথায়, আগে ঘোষণা করলে তো এত টাকার দায় কমলে অন্য কোম্পানিও কাগজ কল কিনতে আগ্রহী হতো। সে ক্ষেত্রে তারা কাগজই উৎপাদন করত। কারও চাকরি যেত না। গোটা বিষয়টিই একটা অদ্ভুত রহস্যে আবৃত বলে মন্তব্য করেন সাংসদ সুস্মিতা৷