Barak UpdatesHappeningsBreaking News
জমকালো অনুষ্ঠান প্রতীক্ষা ফ্যাশন ষ্টুডিও ও পোর্টফোলিও এজেন্সির
ওয়েটুবরাক, ১২ মার্চ : যাত্রা শুরু হয়েছিল ২০১৯-এ। শিলচরের প্রতীক্ষা ফ্যাশন স্টুডিও ও পোর্টফোলিও এজেন্সির হাত ধরে মিস্টার অ্যান্ড মিস ক্যালেন্ডার এবং মাস্টার হিরো ও মিস ডিভা মেগা প্রতিযোগিতা শুরু হয়েছিল।
চারটি সফল সিজন আয়োজনের পর, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় গান্ধীভবনে সিজন-৫ সফলভাবে আয়োজন করা হয়। শুরুতে প্রতীক্ষা ফ্যাশন স্টুডিও ও পোর্টফোলিও এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর ডা. পিনাক মহন্ত স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সকলকে শুভেচ্ছা জানান।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের তিন বিচারক গুয়াহাটির ভাস্কর শইকিয়া, শিলচরের মাধুরী গুপ্ত ও বিপ্লব দে৷ ছিলেন প্রধান অতিথি আই.বি.উবাদিয়া সহ তমাল কান্তি বণিক, স্বর্ণালী চৌধুরী, ডা.কিশোর উপাধ্যায়, দীপংকর ঘোষ, জয়দীপ চক্রবর্তী, শুভ্রাংশু নাথ মজুমদার, ইভেন্টের মেন্টর ও অ্যাডভাইজার সব্যসাচী রুদ্র গুপ্ত, ডা. পিনাক মহন্ত এবং আরও অনেকে। মেক আপ আর্টিস্ট শিখা আচার্য, কোরিওগ্রাফার সঙ্গীতা দাস এবং অন্যান্য সহযোগীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিস্টার অ্যান্ড মিস ক্যালেন্ডার ২০২৩ এবং মাস্টার হিরো এবং মিস ডিভা ২০২৩ প্রতিযোগীদের র্যাম্প ওয়াক, পোশাক, সাজসজ্জা, তাদের উপস্থাপনা, বিচারকদের প্রশ্নোত্তর পর্ব এবং ট্যালেন্ট রাউন্ডের ভিত্তিতে চূড়ান্ত বিচার করা হয়।
মিস ক্যালেন্ডারে বিজয়ী হয় স্নেহা পাল৷ প্রথম রানার আপ, দ্বিতীয় রানার হয়েছে ক্রমে বর্ষা রায় এবং দেবশ্রী চৌধুরী।
মিস্টার ক্যালেন্ডারে বিজয়ী হয় অমররাজ আচার্য, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ হয়েছেন ক্রমে দিব্যজ্যোতি দে এবং শুভম পাল। শিশুদের মাস্টার হিরোতে বিজয়ী হয় ইশান মন্ডল, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হলেন ক্রমে সংস্কার সিং এবং শুভজিৎ রায়।
মিস ডিভায় বিজয়ী হয় আরাধ্যা দেবরায়, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ হলেন ক্রমে শ্রেয়া মন্ডল এবং স্বরলিপি দেব।
সন্ধ্যার অন্যান্য আকর্ষণ ছিল নিক্কন ড্যান্স অ্যাকাডেমির সমবেত নৃত্য, বিবাহিত মহিলাদের, প্রতীক্ষা ফ্যাশন স্টুডিও এবং পোর্টফোলিও এজেন্সির মডেলদের এবং মডেলিং ক্ষেত্রে সুনাম অর্জনকারী শুভ ভট্টাচার্যের বিশেষ র্যাম্প ওয়াক।
গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবস্মিতা বিশ্বাস ও প্রতীক্ষা মহন্ত।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোমা মহন্ত।