NE UpdatesHappeningsBreaking News
২-ডিজির ডোজ নিয়েও যোরহাট মেডিক্যালে মৃত করোনা রোগী
৩১ মে : করোনা আক্রান্ত হওয়ার পর ২-ডিজি ওষুধ সেবন করেও শেষরক্ষা হল না। কোভিড পরবর্তী জটিলতার জন্য রবিবার রাতে যোরহাট মেডিক্যাল কলেজে প্রাণ হারালেন এক ব্যক্তি। ২-ডিজি হচ্ছে কোভিড-১৯ প্রতিষেধক, যা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও তৈরি করেছিল। এই করোনা রোগী নিজস্ব উদ্যোগে এই ওষুধটি আনিয়েছিলেন। সম্ভবত তিনিই আসামের প্রথম ব্যক্তি যাকে বিশেষ কারণে ২+ডিজি দেওয়া হয়েছে।
জানা গেছে, ওই করোনা রোগীর কাকা হায়দরাবাদ ডিআরডিওতে বরিষ্ঠ বিজ্ঞানী হিসেবে কাজ করেন।তিনিই রোগীকে ২-ডিজি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি নিজেই ওষুধটি সংগ্রহ করে যোরহাটমেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। যোরহাট মেডিক্যাল কলেজের সুপারিন্টেনডেন্ট ডাঃ পূর্ণিমা বরুয়া জানান, এই রোগীকে গত ২২ মে থেকে ওষুধটি দেওয়া হয়েছিল। এই ওষুধের ড্যজ শেষ হওয়ার পর তাঁর আরটিপিসিআর টেস্ট নেগেটিভ আসে। তাঁকে কোভিড আইসিইউ থেকে জেনারেল আইসিইউ তে স্থানান্তরিতও করা হয়েছিল। কিন্তু রবিবার গভীর রাতে তিনি মারা যান।