CultureBreaking News

নৃত্যায়নের শোভাযাত্রা শিলচরে, শনি ও রবিবার রাজীব ভবনে মূলপর্ব

৩ জানুয়ারি : শুক্রবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠান শুরু করল নৃত্যায়ন। তবে এ দিন বিকেলে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম চত্বরে থাকা যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার জানিয়েছেন, খারাপ আবহাওয়ার জন্য শুক্রবারের অনুষ্ঠান বাতিল করা হলেও শনি ও রবিবার রাজীব ভবনে যথারীতি সব অনুষ্ঠান হবে। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেছেন।

Rananuj

চন্দন মজুমদার আরও জানান, এই দু’দিনের অনুষ্ঠানে নৃত্যায়নের শিল্পীরা ছাড়াও কলকাতা, শিলঙ, গুয়াহাটি ও ধর্মনগরের আমন্ত্রিত শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গৌড়ীয় নৃত্যের পুরোধা ড.মহুয়া মুখোপাধ্যায়ের অনুষ্ঠান।

শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শিলচর পাবলিক স্কুল থেকে নাচে-গানে এক শোভাযাত্রা বের করে নৃত্যায়ন। সঙ্গে ছিল সুসজ্জিত ট্যাবলো। এতে কচিকাচাদের পাশাপাশি বিভিন্ন বয়সের শিল্পী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

পাবলিক স্কুল চত্বর থেকে বেরিয়ে এই শোভাযাত্রা ডিএসএ পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা শহরের প্রেমতলা পর্যন্ত গিয়েই শেষ হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker