Barak UpdatesAnalytics
২৬ নভেম্বরের মধ্যে টিকার প্রথম ডোজ শেষ হবে রাজ্যে
১২ নভেম্বর : প্রথম ডোজের টিকাকরণ প্রায় গুটিয়ে আনতে চলেছে সরকার। চলতি নভেম্বরের মধ্যেই আসামে প্রথম ডোজ দেওয়া শেষ হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। এছাড়া আগামী ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়ার সঙ্গে দেখা করে এ ব্যাপারে আলোচনাও করেছেন মুখ্যমন্ত্রী।
এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, রাজ্যে নির্বাচনী প্রচারের মতো টিকাকরণ অভিযানকে আরও জোরদার করা হবে। হিমম্ভ বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে অংশ নেন, ঠিক সেভাবে প্রশাসনের কর্মী ও আধিকারিকরা বাড়ি গিয়ে এই অভিযানে অংশ নেবেন। মুখ্য সচিব ও উচ্চ পদস্থ আমলা থেকে শুরু করে সব মন্ত্রী ও বিধায়কদের এই অভিযানে অংশ নিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
দিল্লির এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, টিকাকরণ অভিযানকে সরকার জোরগতিতে সম্পন্ন করার ব্লু প্রিন্ট তৈরি করেছে। ২৬ নভেম্বরের মধ্যে টিকার প্রথম ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ হবে।