NE UpdatesHappeningsBreaking News
২২ জুন থেকে শুরু অম্বুবাচি, এ বার মেলার আয়োজন নেই কামাখ্যা মন্দিরে
২০ জুন ঃ বিভিন্ন শর্ত মেনে গত ৮ জুন থেকে রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু করোনা পরিস্থিতির দিকে চোখ রেখে মন্দির কর্তৃপক্ষ আগামী ৩০ জুন পর্যন্ত গুয়াহাটির কামাখ্যা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় কামাখ্যা মন্দিরে অম্বুবাচি মেলা এ বার আর অনুষ্ঠিত হচ্ছে না। কামাখ্যা মন্দির পরিচালন সমিতি ইতিমধ্যেই এ কথা স্পষ্ট করে দিয়েছেন।
মন্দিরের প্রধান পুরোহিত মোহিতচন্দ্র শর্মা জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণে এ বছর অম্বুবাচির সময় মন্দিরে ধর্মীয় রীতিনীতি খুব সংক্ষেপে পালন করা হবে। ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে না। এ সময় তীর্থযাত্রী ও সাধুসন্তদের সমাগমও বন্ধ থাকবে। তিনি বলেন, এই অম্বুবাচি মেলা আসামের সবচেয়ে বড় ধর্মীয় মহোতসব। পর্যটনের দিক থেকেও এর গুরুত্ব অনেক। কিন্তু করোনা মহামারির জন্য এ বছর এই উৎসব আগের মতো পালন করতে না পারাটা অত্যন্ত বেদনাদায়ক। তিনি ধর্মপ্রাণ ভক্তদের এ বছর অম্বুবাচির সময় মন্দির চত্বরে না আসার অনুরোধও জানিয়েছেন। উল্লেখ্য, মহামারির জন্য গত ২০ মার্চ থেকে বন্ধ রয়েছে কামাখ্যা মন্দিরের দ্বার।
পুরোহিত শর্মা জানিয়েছেন, আগামী ২২ জুন সকাল ৭টা ৫৩ মিনিট ১৫ সেকেন্ডে অম্বুবাচি প্রবৃত্তি। ২৫ জুন রাত ৮টা ১৬ মিনিট ৫৫ সেকেন্ডে অম্বুবাচির নিবৃত্তি হবে।